পিরোজপুরের ইন্দুরকানীতে ঈদ উপলক্ষে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মহিউদ্দিন তুহিন (২৫)। এ ঘটনায় তার স্ত্রী মিম আক্তার গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার ইন্দুরকানী-চন্ডিপুর সড়কের ফকিরবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন তুহিন ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, দুপুরে মহিউদ্দিন তুহিন ও তার স্ত্রী মিম আক্তার মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। পরে উপজেলার চন্ডিপুর-ইন্দুরকানী সড়কের ফকিরবাড়ি জামে মসজিদ এলাকায় পৌঁছালে একটি বাঁক নেওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সড়ক বাতির খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান।
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন তুহিনকে মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
যাযাদি/ এমএস