বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  ০১ এপ্রিল ২০২৫, ১৯:১৬
সড়ক দুর্ঘটনায় মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহত
যায়যায়দিন

বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মিঠাপুকুর প্রেসক্লাবের সেক্রেটারি এবং দৈনিক মানবজমিন পত্রিকার মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি, মেহেদী হাসান রিপুল গুরত্বর আহত হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকাল চারটার সময় মিঠাপুকুর উপজেলার হেনা মেমোরিয়াল মহাবিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।

মিঠাপুকুর প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান জানান, সাংবাদিক মেহেদী হাসান রিপুল, নিজের ব্যক্তিগত কাজ শেষে শঠিবাড়ী থেকে বাড়ি ফিরছিলেন। এসময় হেনা মেমোরিয়াল মহাবিদ্যালয়ের সামনে আসামাত্র বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তার মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মেহেদী হাসান রিপুল, হাইওয়ে রাস্তার উপর পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে তাকে পথচারী সহ স্থানীয়রা উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। এ ঘটনায় মেহেদী হাসান রিপুলের হাত এবং পা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়।

মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, মিঠাপুকুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক,রুবেল হোসাইন (সংগ্রাম) সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ মেহেদী হাসান রিপুলের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসী সহ সকলের নিকট দোয়া চেয়েছেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে