বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না তাহসিনের

ফেনী  প্রতিনিধি
  ১২ এপ্রিল ২০২৫, ২০:২৭
প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না তাহসিনের
ছবি: যায়যায়দিন

পরশুরাম-ফেনী সড়কের ফুলগাজী কলাবাগানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকান ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। এতে বাস ছাপা পড়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় ৪ জন বাস যাত্রী আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম তাসিন উদ্দিন (১৫)। সে উপজেলার সদর ইউনিয়নের মধ্যেম বাশুড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।

সে ফুলগাজী পাইলট হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। সহপাঠিদের সাথে পাইভেট পড়ে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

শনিবার (১২ এপ্রিল) সকাল দশটার দিকে ফেনী পরশুরাম সড়কের ফুলগাজীর কলাবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা হলেন, পরশুরাম উপজেলার বাসিন্দা আম্বিয়া বেগম, একই উপজেলার সাহেব নগরের জয়নাল আবেদীন, ভোলার নাছির উদ্দীন ও দাগনভুঞার বেলাল হোসেন। তাঁরা সবাই ওই বাসের যাত্রী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ফেনী থেকে পরশুরামের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সকাল দশটার দিকে ফুলগাজী কলাবাগান নামক স্থানে এলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকান ঘরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্হলে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের পক্রিয়া চলছে বলে জানান তিনি।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে