নেত্রকোনার বারহাট্টা উপজেলার রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র হেন ট্রলি চাপায় মারা গেছে। সোমবার (৫ মে) রৌহা গ্রামের ভিতরে মাটির রাস্তায় হেন ট্রলির পিছনের চাকায় পড়ে যায় এই শিক্ষার্থী । এর পর স্থানীয়রা দ্রুত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গণ তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় এই শিক্ষার্থীর। শিক্ষার্থীর নাম মনির হোসেন ( ৭) সে গুলিয়া গ্রামের আঃ সালামের একমাত্র ছেলে।
আনুমানিক বেলা ৩ ঘটিকায় এই দূর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। তিনি রাত ১০.৪০ ঘটিকায় জানিয়েছেন মৃত এই শিক্ষার্থীর লাশ নিয়ে ময়মনসিংহ থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে নেত্রকোনা পর্যন্ত এসেছেন। হেন ট্রলির ড্রাইভারের নাম মাসুদ মিয়া ওরফে মাস্কু মিয়া। সে আসমা গ্রামের বাসিন্দা।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত ওসি মুস্তাফিজুর রহমান বলেন, এই রকম কোন ঘটনা এখনও শুনিনি। কেউ এই ব্যপারে অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।