নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার ৬ মে বেলা ১১টায় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদের নেতৃত্বে লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে ঢাকা-নড়াইল-যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান, নড়াইল জেলায় কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ট্রাফিক বিভাগ) ফারুক আল মামুন ভুইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হামিদ ভুঁইয়া, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, গণমাধ্যমকর্মী রইচ উদ্দিন টিপু ও স্কাউটবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারসহ কর্মকর্তারা মহাসড়কে চলাচল করা সকল যানবাহনের চালকদের সচেতন করেন। নিয়ন্ত্রণের সঙ্গে গাড়ী চালানো,গতি সীমিত রাখা, যথাযথভাবে সড়ক আইন মেনে চলার নির্দেশনা দেন।
কর্মসূচি পালনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় বেপরোয়াভাবে যান চলাচলের কারনে ৬ টি মোটরসাইকেল, ২টি ব্যাটারী চালিত ভ্যান ও বালু ভর্তি লাটাই গাড়ি আটক করে ৯ টি মামলা দিয়ে ৪ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়।
কর্মসূচি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ সড়ক পথে দুর্ঘটনা রোধে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে জনসচেতনতা সৃষ্টির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।