খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মো. আবদুল করিম (২৭) নামের অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেশনাল প্রোগ্রামে মাস্টার্সে অধ্যয়নরত এক শিক্ষার্থীর বাইক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (৭ মে) সকালে নিজ এলাকায় বাইকের নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খাম্বার সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে যায়। পরে স্থানীয় হাসপাতাল থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. আবদুল করিম সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা গ্রামের বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেশনাল প্রোগ্রাম মাস্টার্সের ২৪-২৫ সেশনে (২৫ ব্যাচ) অধ্যায়নরত শিক্ষার্থী। তার শিক্ষার্থী পরিচয় নম্বর-(এমডিপিএস-২৫১৫১৮)।
তার চাচা শশুর সাইফুল্লাহর বরাতে জানা যায়, তিনি বাইকে করে পাওনা টাকা পরিশোধ করতে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি বলেন, ‘আমরা এ বিষয়ে জেনেছি অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেশনাল প্রোগ্রামে মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী মো: আব্দুল করিম বাইক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’
সহপাঠীরা এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, আবদুল করিম ছিলেন অত্যন্ত ভদ্র ও সহযোগিতাপরায়ণ মানুষ। তার অকাল প্রয়াণে পুরো ব্যাচ গভীরভাবে শোকাহত।
যাযাদি/এল