কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কস্থ মিরপুরে ডাম্প ট্রাক ও মটরসাইকেলের সংঘর্ষে আহসান হাবিব তুষার (৪০) ও রাব্বি (৩৯) নামের দুই যুবক নিহত হয়েছে।
এ ঘটনায় আহত আরও একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুখোমুখি সংঘর্ষে একটি মটরসাইকেলে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বিজিবি ক্যান্টিন ও নওয়াপাড়ার মাঝামাঝি যোগিপোল এলাকার এ দূর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- নিহত তুষার কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে ও অপর নিহত রাব্বি একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে।