নারীদের সন্তানধারণের সঠিক বয়স আসলে কোনটা? এই নিয়ে আলোচনা বিস্তর। তবে প্রযুক্তি ও বিজ্ঞানের জন্য মা হতে এখন বয়স কোনো বাধা নয়।
যেমন ৩৮ বছরে মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। ৪০ পেরিয়ে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন কারিনা কাপুর খান। এরই ধারাবাহিকতায় এবার আরও এক ভারতীয় অভিনেত্রী মা হতে চলেছেন। তবে এখনো বিয়ে করেননি এই অভিনেত্রী। ইতোমধ্যে বয়সও পেরিয়ে গেছে ৪০ বছর। খবর: আনন্দবাজার পত্রিকা।
আনন্দবাজার বলছে, এই অভিনেত্রী তার নাম প্রকাশ করেননি। বিয়েও করেননি অভিনেত্রী। তিনি আইভিএফ পদ্ধতির মাধ্যমে মা হচ্ছেন। একাকী মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যেই তিনি ছ’মাসের অন্তঃসত্ত্বা।
পরীক্ষানিরীক্ষার মাধ্যমে তিনি জানতে পেরেছেন, যমজ সম্তানের মা হতে চলেছেন তিনি। সমাজমাধ্যমে নিজের স্ফীতোদরের ছবিও তুলে ধরেছেন। তার তাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।