শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

দুই ব্রোকারেজ হাউসকে সতর্ক করল বিএসইসি

যাযাদি ডেস্ক
  ২৩ মার্চ ২০২১, ১৯:৫২
দুই ব্রোকারেজ হাউসকে সতর্ক করল বিএসইসি
দুই ব্রোকারেজ হাউসকে সতর্ক করল বিএসইসি

আরও দুই ব্রোকারেজ হাউসকে সতর্ক করল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠান দুটি হলো- জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড এবং সালাম অ্যান্ড কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠান দুটি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য।

মঙ্গলবার (২৩ মার্চ) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ব্রোকারেজ হাউজ দুটিকে ভবিষ্যতে সিকিউরিটিজ সংক্রান্ত আইন মেনে চলতে সতর্কপত্র জারি করা হয়েছে।

একই কারণে গত মঙ্গলবার (১৬ মার্চ) ডিএসইর সদস্য ১৩টি ব্রোকারেজ হাউসকে সতর্ক করে বিএসইসি। প্রতিষ্ঠানগুলোকে ভ‌বিষ্যতে সিকিউরিটি আইন যথাযথভা‌বে মানতে নি‌র্দেশ দেয় কমিশন।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, এএইচসি সিকিউরিটিজ লিমিটেড, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, এএনএফ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, গেটওয়ে ইক্যুইটি রিসোর্স লিমিটেড, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড, মেঘনা লাইফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এমিনেন্ট সিকিউরিটিজ লিমিটেড, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড এবং ডিএলআইসি সিকিউরিটিজ লিমিটেড, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড। কোম্পানিগুলোর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে কমিশনের কাছে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে