শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

দুই ঘণ্টা লেনদেন হবে পুঁজিবাজারে

যাযাদি ডেস্ক
  ০৪ এপ্রিল ২০২১, ১৭:৫১
দুই ঘণ্টা লেনদেন হবে পুঁজিবাজারে
দুই ঘণ্টা লেনদেন হবে পুঁজিবাজারে

করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি রোধে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। ৫ এপ্রিল (সোমবার) থেকে ১১ এপ্রিল পর্যন্ত এসব বিধিনিষেধ মেনে চলতে হবে। এ সময় পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অর্থাৎ লেনদেন হবে দুই ঘণ্টা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজা করিম। তিনি বলেন, ব্যাংকের সাথে সমন্বয় রেখে পু্ঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে।

করোনা সংক্রমণ রোধে ৫ এপ্রিল থেকে সাত দিন দেশের তফসিলি ব্যাংকগুলো সীমিত আকারে চালু রাখার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৫ এপ্রিল থেকে সাত দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌বেন। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে