৩১ ডিসেম্বর সমাপ্ত হতে যাওয়া ২০২৩ হিসাব বছরের জন্য বন্ডহোল্ডারদের ৮ দশমিক ২২ শতাংশ মুনাফা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পুঁজিবাজারে তালিকাভুক্ত আইবিবিএল সেকেন্ড পারপেচুয়াল মুদারাবা বন্ডের পরিচালনা পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর। গতাকল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে করপোরেট বন্ডটি।
সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য বন্ডহোল্ডারদের ৭ দশমিক ৮৭ শতাংশ মুনাফা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বন্ডটির পরিচালনা পর্ষদ। সর্বশেষ প্রকাশিত রেটিং অনুসারে, বন্ডটির ঋণমান দাঁড়িয়েছে ‘ডাবল এ প্লাস’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি বছরের ২৮ আগস্ট পর্যন্ত বন্ডটির প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।
যাযাদি/ এসএম