শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

এডিএন টেলিকমের এজিএম আগামীকাল

  ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:১৭
এডিএন টেলিকমের এজিএম আগামীকাল

এডিএন ইন্টারন্যাশনাল গেটওয়ে (এআইজি) লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে।

সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৬ অক্টোবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এডিএন টেলিকমের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ২৩ পয়সায়। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে এডিএন টেলিকমের সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৬৪ পয়সায়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে