শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কনফিডেন্স সিমেন্টের লেনদেন বন্ধ আজ

যাযাদি ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২৪, ১৩:০০
কনফিডেন্স সিমেন্টের লেনদেন বন্ধ আজ

রেকর্ড ডেটের কারণে আজ পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসির। আগামীকাল থেকে স্বাভাবিক নিয়মে পুনরায় লেনদেন হবে কোম্পানিটির। এর আগে রোববার ও গতকাল কেবল স্পট মার্কেটে লেনদেন হয়েছে কোম্পানিটির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল কনফিডেন্স সিমেন্ট। ঘোষিত ৫ শতাংশ স্টক লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সম্মতি পাওয়ার পর ১৬ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করে কোম্পানিটি।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কনফিডেন্স সিমেন্ট পিএলসির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) বেড়েছে ৪১ দশমিক ৮৮ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৬০ পয়সা (পুনর্মূল্যায়িত)।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে