শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

২৯৫ কোম্পানির দরপতন 

যাযাদি ডেস্ক
  ২৮ মে ২০২৫, ১৭:২০
২৯৫ কোম্পানির দরপতন 
ফাইল ছবি

বুধবারও মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৯৫টি বা ৭৪ শতাংশ কোম্পানির দনরপতন হয়েছে।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ৬২ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও তলানিতে নেমেছে।

1

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ২৬৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৭ কোটি ৭৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২৭২ কোটি ৭৪ লাখ টাকার।

সপ্তাহের পঞ্চম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট কমে ৪ হাজার ৬১৫ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, দর কমেছে ২৯৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই প্রধান সূচক সিএএসপিআই ১৩৮ পয়েন্ট কমেছে।

এদিন সিএসইতে ১৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে