শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বাংলাদেশকে ৫ গোল দিয়েও সন্তুষ্ট নয় কাতার কোচ

যাযাদি/ এসএইচ
  ০৫ ডিসেম্বর ২০২০, ১০:৩২
বাংলাদেশকে ৫ গোল দিয়েও সন্তুষ্ট নয় কাতার কোচ
বাংলাদেশকে ৫ গোল দিয়েও সন্তুষ্ট নয় কাতার কোচ

আরও গোল না পাওয়ার আক্ষেপ জানিয়েছেন কাতারের কোচ। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ‘ই’ গ্রুপের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে শুক্রবার বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছে কাতার। প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল এশিয়ার চ্যাম্পিয়নরা।

আব্দুল্লাহ আল খলিফা স্টেডিয়ামে ম্যাচজুড়ে বাংলাদেশের উপর ছড়ি ঘুরিয়েছে কাতার। প্রথমার্ধে দুটি ও দ্বিতীয়ার্ধে তিনটি গোল করে তুলে নিয়েছে বড় জয়। বাসের মনে হচ্ছে আরও গোল পেতে পারত তার দল।

“আমরা পাঁচ গোল দিয়েছি, কিন্তু আমার মনে হয়, আরও বেশি গোল হতে পারত। দুই ম্যাচের মধ্যে পার্থক্য অনেক। প্রথম লেগের মতো বাংলাদেশ একইভাবে আমাদের বিপক্ষে খেলেছে। কিন্তু আজ আমরা তাদেরকে কোনো সুযোগই দেইনি।

“বিষয়টা হচ্ছে যে, আমরা যখন ওদের মাঠে খেলতে গিয়েছিলাম, মাঠ খেলার উপযোগী ছিল না, সেখানে খেলা কঠিন ছিল। এখানে তা হয়নি। মাঠ খুব ভালো ছিল এবং এটা আমাদের জন্য বিষয়গুলোকে সহজ করে দিয়েছিল।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে