পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার সাঈদ আনোয়ারের সেঞ্চুরির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন খুররম মনজুর। পাকিস্তান দলে অনিয়মিত হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার লিস্ট ‘এ’ ক্রিকেটে রেকর্ড ২৭টি সেঞ্চুরি করেছেন। এতদিন পাকিস্তানের লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৬টি সেঞ্চুরি করে শীর্ষে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাঈদ আনোয়ার।
পাকিস্তানের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ২৪টি সেঞ্চুরি করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমান বাট। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে স্পট ফিক্সিংয়ে নিষিদ্ধ হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যায় বাটের। পাকিস্তানের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ ২২টি সেঞ্চুরি করেছেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক বাবর আজম।
এছাড়া পাকিস্তানের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২১, ১৯ ও ১৮টি সেঞ্চুরি করেছেন কামরান আকমল, জহির আব্বাস ও সেলিম ইলাহি।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd