দিনভর চললো নির্বাচন। অনুশীলনের সুযোগ নেই। জৈব সুরক্ষা বলয়ে থাকায় হোটেল থেকেও বের হওয়ার জো নেই।
বুধবার ক্রিকেটারদের পুরোটা দিন কাটল হোটেলের ভেতরে। টানা অনুশীলন ও ম্যাচ খেলার ভেতরে থাকায় ক্রিকেট থেকে ফুরসত পাচ্ছিলেন না ক্রিকেটাররা। চট্টগ্রাম সিটি করর্পোরেশনের নির্বাচন তাদের সেই সুযোগটি তৈরি করে দেয়।
চট্টগ্রামের হোটেল র্যাডিসনে রয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিসিবি একাদশের ক্রিকেটারদের ঠিকানাও একই। সঙ্গে আছেন অতিথি দলের ক্রিকেটাররা।
পেসার শরিফুল ইসলাম বিকেলে ফেসবুকে সুইমিং পুলের ছবি পোস্ট করেছেন। তার সঙ্গে ছিলেন তৌহিদ হৃদয় ও মুকিদুল ইসলাম মুগ্ধ। মুশফিকুর রহিম সাতসকালে সুইমিংপুলের একটি ছবি পোস্ট করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, একটি বিরতির দরকার ছিল।’
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd