বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

​ ক্ষমা চাইলেন সাকিব

যাযাদি ডেস্ক
  ১১ জুন ২০২১, ১৯:২১
​  ক্ষমা চাইলেন সাকিব
​ ক্ষমা চাইলেন সাকিব

মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চাইলেন সাকিব আল হাসান।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহামেডানের অধিনায়ক সাকিব বলেছেন, ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি করবেন না তিনি।

শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘প্রিয় অনুসারীরা, আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আমার মেজাজ ধরে রাখতে পারিনি। ম্যাচটি যারা দেখেছেন, বিশেষ করে যারা বাড়ি থেকে ম্যাচটি দেখেছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমার মতো অভিজ্ঞ খেলোয়াড়ের উচিত হয়নি এভাবে প্রতিক্রিয়া জানানো। কিন্তু কখনও কখনও এমনটা হয়ে যায়। এই মানবিক ভুলের জন্য আমি দল, পরিচালনা কমিটি, টুর্নামেন্টের অফিসিয়ালস এবং সাংগঠনিক কমিটির কাছে ক্ষমা চাই। আশা করি ভবিষ্যতে আর এর পুনরাবৃত্তি করবো না। ধন্যবাদ, আপনাদের ভালোবাসি।’

ঘটনাটা আবাহনী ইনিংসের পঞ্চম ওভারে। মুশফিকুর রহিমের বিপক্ষে নিজের বোলিংয়ে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। সঙ্গে সঙ্গেই লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব। পরের ওভারেই শুভাগত হোমের বোলিংয়ের সময় বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করার ঘোষণা দিলে সাকিব আবার নিজের হাতে স্টাম্প উপড়ে ফেলেন।

ক্রিকেট মাঠে বারবার মেজাজ হারিয়ে সমালোচিত হয়েছেন সাকিব আল হাসান।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে