বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

এক বছরের ‘স্থগিত কারাদণ্ড’ পেলেন বেনজেমা

যাযাদি ডেস্ক
  ২৫ নভেম্বর ২০২১, ১৪:১৫
আপডেট  : ২৫ নভেম্বর ২০২১, ১৪:২৮
এক বছরের ‘স্থগিত কারাদণ্ড’ পেলেন বেনজেমা
এক বছরের ‘স্থগিত কারাদণ্ড’ পেলেন বেনজেমা

ছয় বছর আগে সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন করিম বেনজেমা। শাস্তি হিসেবে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে এক বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। সঙ্গে ৭৫ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে তাকে। যা বাংলাদেশি মুদ্রায় ৭২ লাখ টাকার বেশি।

যদিও এই রায়, বেনজেমার ক্যারিয়ারে কোনো বাধা সৃষ্টি করবে না। বিনা বাধায় আগামী ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলতে পারবেন তিনি। তবে রায়ের বিরুদ্ধে আপিল করবেন বেনজেমা, এমনটাই জানিয়েছেন তার আইনজীবী।

২০১৫ সালে ভালবুয়েনাকে 'সেক্স-টেপে'র ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করেছিলেন এক ব্যক্তি। পরে জানা যায়, সেই ব্ল্যাকমেইলারকে নিয়োগ দিয়েছিলেন বেনজেমা।

এই ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে লম্বা সময় ফ্রান্স জাতীয় দল থেকে দূরে থাকেন এই ফরোয়ার্ড। তবে গত ইউরো কাপ দিয়ে ফের আন্তর্জাতিক ফুটবলের স্বাদ পান তিনি।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে