সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। এর মাঝে বিব্রত হওয়ার মতো আরেকটি খবর পেলেন পর্তুগিজ তারকা। প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মাঝে টুইটারে সবচেয়ে গালি শুনেছেন রোনালদো। এ তালিকায় রোনালদোকে সঙ্গ দিচ্ছেন তার ক্লাব সতীর্থ হ্যারি ম্যাগুয়ের।
অফকমের এক গবেষণায় দেখা গেছে, গত মৌসুমের প্রথম অর্ধে ২.৩ মিলিয়ন (২০ লাখ ৩০ হাজার) টুইটের প্রায় ৬০ হাজারই ছিল গালাগালির। আর এই বাজে মন্তব্যগুলোর অর্ধেকই ছিল ১২ জন খেলোয়াড়কে উদ্দেশ্য করে। যাদের ৮ জনই আবার ম্যান ইউনাইটেডের।
গবেষণায় দেখা গেছে, ১৩ আগস্ট ২০২১ থেকে ২৪ জানুয়ারি ২০২২ পর্যন্ত সবচেয়ে বেশি বাজে মন্তব্য শুনতে হয়েছে রোনালদোকে। এই সময়ের মধ্যে রোনালদোকে নিয়ে ১২ হাজার ৫২০টি বাজে মন্তব্য করা হয়েছে।
রোনালদোর পরেই এই তালিকায় আছেন তার ক্লাব সতীর্থ ম্যাগুয়ের। তাকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে ৮ হাজার ৯৫৪টি। তিন নম্বরে আছেন মার্কোস র্যাশফোর্ড যাকে নিয়ে ২ হাজার ৫৫৭টি বাজে মন্তব্য করা হয়েছে।
যাযাদি/ এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd