বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণব্যয় প্রায় ৭০০ কোটি

যাযাদি ডেস্ক
  ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৬
পুরোদমে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ শুরু হবে আগামী মাসে। ফাইল ছবি

শিগগিরই শুরু হতে যাচ্ছে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ। আগামী দুই বছরের মধ্যে ৭০০ কোটি টাকার কিছু কম খরচে স্টেডিয়ামটি নির্মিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।

২০১৯ সালে ঢাকার পূর্বাচলে একটি নতুন স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেয় বিসিবি। কিন্তু করোনার প্রকোপসহ নানা কারণে কিছুটা বিলম্বে শুরু হয় এর কার্যক্রম। গত বছর জুলাইয়ে কাজ শুরুর ঘোষণা দিলেও ফের ঝুলে পড়ে তা। আগামী দুই বছরের মধ্যে প্রায় ৭০০ কোটি টাকায় স্টেডিয়ামটি নির্মাণ হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হতে যাওয়া স্টেডিয়ামে আগামী বছরের ক্রিকেট মৌসুমে ঘরোয়া ক্রিকেট খেলা আয়োজনেও আশাবাদী গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান, ‘আউটডোর ও অনুশীলন মাঠ হবে। এখন যদি উইকেট তৈরি করতে পারি, তাহলে আগামী বছরের ক্রিকেট মৌসুমে ক্রিকেট খেলা সম্ভব হবে। উইকেট আর আউটফিল্ড তৈরি হয়ে গেলে বাকি কাজগুলো খেলা চালিয়েও করা সম্ভব হবে।’

অত্যাধুনিক একাডেমি, জিম, সুইমিংপুল, ইনডোর, আউটডোর এবং অতিথি দলের ব্যাপারটি মাথায় রেখে হোটেলও করার পরিকল্পনা করেছে বিসিবি। বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণে স্বাভাবিকভাবে খরচও বেশি হওয়ার কথা।

নির্মাণব্যয় নিয়ে মাহবুব উল আনাম বলেছেন, ‘একটা স্টেডিয়াম করতে অনেক ধরনের কস্টিং থাকে, ভারতের মোতেরা (আহমেদাবাদে) স্টেডিয়াম নির্মাণে ভারতীয় রুপিতে ৭০০ বা ৮০০ কোটি খরচ হয়েছিল। ওটাকে যদি একটা মানদণ্ড ধরা হয়, সেটির তুলনায় কিছুটা কম হবে। সেটা ১ লাখ ১০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম। (শেখ হাসিনা স্টেডিয়ামের ব্যয়) ৫০০ কোটি কি না তা বলা কঠিন, এখানে শুধু মাঠ নয়, একাডেমি ভবন হচ্ছে, বিসিবির একটা নিজস্ব ভবন হচ্ছে।’

বিসিবির আরেক পরিচালক জানিয়েছেন, শুরুতে নির্মাণ ব্যয় ৫০০-৬০০ কোটি টাকা ধরলেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ৭০০ কোটি পেরিয়ে যাবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে