বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

বাংলাদেশকে সমীহ করছে অস্ট্রেলিয়া

যাযাদি ডেস্ক
  ১৪ নভেম্বর ২০২৩, ১০:৩৮
বাংলাদেশকে সমীহ করছে অস্ট্রেলিয়া
ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের মিশনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ১৬ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই লক্ষ্যে এরই মধ্যে সকারুদের দেশে পৌঁছে গেছেন জামাল ভূঁইয়ারা। সেখানে নিজেদের মানিয়ে নিতে কঠোর অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন লাল-সবুজের জার্সি প্রতিনিধিরা। রোববার হোটেলে জিম আর রিকভারি সেশনে কাটিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। আর সোমবার মাঠে বল নিয়ে প্রথমবার অনুশীলন করেছেন হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

আন্তর্জাতিক ফুটবলে অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া। ফিফা র‌্যাংকিংয়ে দেশটির অবস্থান ২৭। সেখানে বাংলাদেশ ১৮৩। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের দৌড় প্রথম ও দ্বিতীয় রাউন্ড পর্যন্তই। স্বাভাবিকভাবেই আন্ডারডগ হিসেবেই এ ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া শক্তিতে অনেক এগিয়ে থাকলেও দলটির অভিজ্ঞ ডিফেন্ডার আজিজ এরালতে বেহিচ নিজেদের ফেবারিট মনে করছেন না। নিজ দেশের হেরাল্ড সানকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় বলেন, ‘আমরা আন্ডারডগ নাকি ফেবারিট তা বিবেচনায় আনছি না। প্রতিপক্ষের র‌্যাংকিং কী, তাও বিবেচ্য নয়। র‌্যাংকিংয়ে নিচের হোক বা ওপরের- যে দেশের বিপক্ষেই খেলি না কেন ম্যাচে কোনো পার্থক্য নেই। সব ম্যাচই আন্তর্জাতিক, সেটাই বড় বিষয়। আমরা জানি মাঠে কী করতে হবে এবং আমরা নিজেদের কাছ থেকে কী আশা করি। আমরা প্রতিটি ম্যাচেই আরো ভালো করতে চাই।’

অস্ট্রেলিয়া জাতীয় দলে ৫৫ ম্যাচ খেলা মেলবোর্ন সিটির এই লেফটব্যাংক প্রত্যাশা করছেন, দেশকে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ভালো একটা সূচনা এনে দেওয়ার।

আজিজ বলেন, ‘এই কোচ দায়িত্ব নেওয়ার পরই আমাদের একটা লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। আমরা সেভাবেই অনুশীলন করি। আমাদের জন্য ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের মিশনটাও আলাদা হবে না। আমরা আশা করছি, বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারব এবং সেটাই আমাদের একমাত্র লক্ষ্য।’

অন্যদিকে শক্তিধর অস্ট্রেলিয়ার বিপক্ষে কীভাবে নিজেদের সেরাটা উপহার দেওয়া যায় সে লক্ষ্য নিয়ে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দলও। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মেলবোর্নের ইয়ারাভিলে গ্লোরি ফুটবল ক্লাব মাঠে অনুশীলন করেন জামালরা।

বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘এখানে অনেক ঠান্ডা এবং বাতাস। বল পায়ে রাখতে খেলোয়াড়দের সমস্যা হচ্ছিল। নতুন দেশে আসলে প্রথমে এ রকম হয়েই থাকে।’

সমস্যা যেমন দেখেছেন আবার আশার কথাও শুনিয়েছেন মামুন, ‘আশা করি সময়ের ব্যবধানে এটা ঠিক হয়ে যাবে। অনুশীলনে আমরা টেকনিক্যাল বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছি। অস্ট্রেলিয়ার শক্ত জায়গাগুলোতে ফোকাস করতে চেষ্টা করেছি ছেলেদের।’

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আবহাওয়া- দিনের বেলায় তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে থাকে। সন্ধ্যার দিকে সেটা নামে দশেরও কমে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্য ফুটবলারদের কষ্ট হলেও অধিনায়ক জামাল ভূঁইয়া ও তারিক কাজীর তেমন কোনো সমস্যা হচ্ছে না। অনুশীলন শেষে জামাল বলেন, ‘আবহাওয়া একটু ঠান্ডা। অনেকেরই ঠান্ডা লেগেছে। আমাদের খেলা রাত ৮টায়। ওই সময় আরো থাকবে। তবে স্টেডিয়ামের ভেতরে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। দলের সবাই আত্মবিশ্বাসী এবং ম্যাচের জন্য সবাই শতভাগ প্রস্তুত। যদিও আমার আর তারিকের সমস্যা হচ্ছে না।’

দলের অন্যতম ফরোয়ার্ড ইব্রাহীমের কণ্ঠেও উঠে এসেছে আবহাওয়ার বিষয়টি, ‘সব মিলে ভালো অনুশীলন হয়েছে। আজ এখানে আমাদের প্রথম অনুশীলন ছিল। বাংলাদেশের আবহাওয়া থেকে এখানে একটু বেশি ঠান্ডা। সে জন্য একটু সমস্যা হচ্ছিল। কোচ চাইছেন আমরা যাতে এখানের আবহাওয়ার সঙ্গে আমরা দ্রুত মানিয়ে নিতে পারি। এটা আমরা যত তাড়াতাড়ি পারব ততটাই আমাদের জন্য ম্যাচ খেলতে সুবিধা হবে।’

অনুশীলনে কোন কোন বিষয় নিয়ে কাজ হয়েছে জানতে চাইলে ইব্রাহিম বলেছেন, ‘এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম শক্তিধর দলগুলোর মধ্যে একটা। আমরা কীভাবে তাদের আক্রমণগুলো আটকে দিতে পারি সেসব নিয়েই আজকে কাজ হয়েছে।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে