জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের রূপসা উপজেলার একমাত্র শহীদ ইয়াসিনের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেন রূপসা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রিকতা।
এ সময় উপস্থিত ছিলেন রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান। এছাড়া আরও উপস্তিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলার যুগ্ম আহ্বায়ক শামীম হাওলাদার,
সাক্ষাতে ইউএনও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইয়াসিনের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এর পরে শহীদ ইয়াছিনের কবর জিয়ারত করে পরিস্কার করেন ছাত্র প্রতিনিধিরা।
এ সময় ছাত্র আন্দোলন খুলনা জেলার সংগঠক তামিম হাসান লিয়ন বলেন, ‘শহীদ ইয়াসিন ছিলেন বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলনের এক অনন্য প্রতীক। তার আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে আমাদের সাহস ও অনুপ্রেরণা জোগায়। আমরা বিশ্বাস করি, শহীদদের স্মৃতি রক্ষা করা এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।’