মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

১১ বছর পর স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল

যাযাদি ডেস্ক
  ১৭ জানুয়ারি ২০২৪, ১৩:২৪
১১ বছর পর স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল

স্পেনের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে আগামী ২৬ মার্চ মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন দল। বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে ‘একই ত্বক, উভয় দেশ’ স্লোগান নিয়ে ম্যাচটি আয়োজনের কথা গত বছরের জুনেই জানিয়েছিল দুই দেশের ফুটবল ফেডারেশন। ব্রাজিল ফুটবল ফেডারেশন সোমবার সামাজিক মাধ্যমে ম্যাচের দিনক্ষণ জানায়।

প্রায় ১১ বছর পর মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও স্পেন। সবশেষ তারা মুখোমুখি হয়েছিল ২০১৩ সালের জুনে, কনফেডারেশন্স কাপের ফাইনালে। রিও ডি জেনেরিওতে সেই ম্যাচে স্পেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। সব মিলিয়ে দল দুটির দশম লড়াই হতে যাচ্ছে এটি। আগের ৯ ম্যাচের মধ্যে ব্রাজিল জিতেছে ৫টিতে। স্পেনের জয় ২টি, ড্র হয়েছে বাকি দুই ম্যাচ।

গত কয়েক মৌসুমে লা লিগায় কয়েকটি মাঠে বর্ণবাদের শিকার হন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। এতে স্পেনে বর্ণবাদের বাস্তবতা প্রকাশ্য হওয়ার পাশাপাশি বর্ণবাদবিরোধী প্রচারণাও নতুন গতি পায়। ভিনিসিয়সের ঘটনার পর স্প্যানিশ ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসের উদ্যোগে শুরু হয় প্রচারণা, যেটির মূল স্লোগান ‘বর্ণবাদীরা ফুটবল ছেড়ে যাও।’ সেই প্রচারণা ও সচেতনতার অংশ হিসেবে আয়োজিত হবে এই ম্যাচ।

এই বছরে এটি হবে স্পেনের প্রথম ম্যাচ। অন্যদিকে নতুন কোচ দরিভাল জুনিয়রের কোচিংয়ে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ হবে এটি। গত সপ্তাহে ব্রাজিলের নতুন কোচ হিসেবে দরিভালকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। আগামী ২৩ মার্চ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ব্রাজিলের ডাগআউটে অভিষেক হবে তার। প্রায় ১১ বছর পর মুখোমুখি রপয ব্রাজিল ও স্পেন। সবশেষ তারা মুখোমুখি হয়েছিল ২০১৩ সালের জুনে, কনফেডারেশন্স কাপের ফাইনালে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে