মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

 মার্টিনেজের গোলে ইন্টার মিলানের শিরোপার হ্যাটট্রিক

যাযাদি ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২৪, ১৩:৩৭
 মার্টিনেজের গোলে ইন্টার মিলানের শিরোপার হ্যাটট্রিক

ম্যাচের ৯০ মিনিট শেষ। প্রতিপক্ষ নাপোলির একজন খেলোয়াড় কম থাকার পরও গোল করতে পারছিল না ইন্তার মিলান। তবে যোগকরা সময়ের প্রথম মিনিটেই গোল করলেন ইন্তারের অধিনায়ক লাউতারো মার্তিনেজ। ওই গোলেই শিরোপা জয়ের আনন্দে মাতলো ইন্তার মিলান।

ইতালিয়ান সুপার কাপ ফাইনালে সৌদির রিয়াদে আল আউয়াল স্টেডিয়ামে সোমবার রাতে মুখোমুখি হয়েছিল নাপোলি ও ইন্তার। ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং ইতালিয়ান কাপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ অর্থাৎ চার দলের ইতালিয়ান সুপার কাপ এবারই প্রথম হয়।

ইতালিয়ান সুপার কাপে এটি ইন্তার মিলানের টানা তৃতীয় শিরোপা। সব মিলিয়ে এটি ইন্তার মিলানের অষ্টম সুপার কাপ শিরোপা।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬০ মিনিটের সময় ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে (লাল কার্ডে) মাঠ ছাড়েন নাপোলির জিওভান্নি সিমিওনে। বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় নাপোলির। শেষ দিকে বেঞ্জামিন পাভার্ড বল পায়ে দারুণ গতিতে ছুটে গিয়ে ক্রস করেন, বক্সে দারুণ ফিনিশ করেন মার্তিনেজ।

অধিনায়ক লাউতারো মার্তিনেজ বলেন, 'আমি গর্বিত এবং খুশি। আমরা ইতালিয়ান কাপ থেকে আগেই বাদ পড়েছিলাম। তাই আমরা সুপার কাপ জিততে চাইছিলাম। কঠিন ছিল ম্যাচটা। তবে আমি দল নিয়ে গর্বিত। গোলটি আমার জন্য আবেগের, ইউনিক এক মুহূর্ত।'

চলতি মৌসুমে ২৭ ম্যাচে ২১ গোল করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে