বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন রোনালদো

যাযাদি ডেস্ক
  ২৪ জানুয়ারি ২০২৪, ১৩:২৬
ভক্তদের কাছে ক্ষমা চাইলেন রোনালদো

সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরুর আগে প্রাক মৌসুম প্রস্তুতির জন্য এখন চায়নাতে অবস্থান করছে আল নাসের। ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাবটির সেখানে দুইটি ম্যাচও খেলার কথা ছিল। বর্তমানে চীনের শেনজেন শহরে অবস্থান করছে আল নাসের। সেখানে ২৪ তারিখ সাংহাই সিনহুয়ার সঙ্গে এবং আগামী ২৮ জানুয়ারি ঝিজিয়াংয়ের সঙ্গে একটি করে ম্যাচ খেলার কথা ছিল।

কিন্তু এই ম্যাচ দুইটির আগে চোটগ্রস্ত হয়ে পড়েছেন রোনালদো। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী পেশিতে চোট পেয়েছেন পর্তুগীজ মহাতারকা। এই কারণেই সাংহাই সিনহুয়া এবং ঝিজিয়াংয়ের বিপক্ষে ম্যাচ দুইটি বাতিল করেছে আল নাসের। এই গঝটনার জেরেই ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন সিআরসেভেন।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে আল নাসের জানিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ২৪ এবং ২৮ জানুয়ারি সাংহাই সিনহুয়া এবং ঝিজিয়াংয়ের বিপক্ষে আমাদের দুটি ম্যাচ ছিল। তবে তা বাতিল হয়েছে এবং পরবর্তী সময়ে এ ম্যাচের সময় জানিয়ে দেয়া হবে।’

ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘শেনঝেনে আমরা চীনা ফুটবল সমর্থকদের জন্য বিশেষ করে রোনালদো সমর্থকদের ডাকে এসেছিলাম। সেটা বিবেচনায় সৌদি ও চীনের অটুট বন্ধন ঠিক রাখতে পরিকল্পিত এ সফর সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। শেনঝেন আমাদের সাদরে গ্রহণ করেছে এবং আমাদের অধিনায়ককে সম্মান দেখিয়েছে।’

এদিকে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে রোনালদো বলেন, ‘আপনারা হয়তো জানেন, ফুটবল খেলায় কিছু ব্যাপার একদমই নিয়ন্ত্রণ করা যায় না। আমি বিগত ২২ বছর ধরে ফুটবল খেলছি তেমন বড় কোনো ইনজুরি ছাড়াই।’

তিনি আরও বলেন, ‘আল নাসের এবং আমি, আমরা সবাই এ বিষয়ে খুব দুঃখ পেয়েছি। চীন আমার বাড়ির মতোই, আমি দীর্ঘদিন ধরেই এখানে আসছিম, আমি এখানে নিজেকে স্পেশাল অনুভব করি। কিন্তু আমার কিছু সমস্যা হয়েছে, কিন্তু ফুটবলে এসব মেনে নিতেই হয়। তবে চীনের সমর্থকদের খুশি করতে আমরা আবার ফিরে আসবো, তাদের জন্য আমরা আবার খেলবো।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে