মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ধর্ষণের দায়ে সাড়ে ৪ বছর কারাদণ্ড দানি আলভেসের

যাযাদি ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৯
আপডেট  : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৬
ধর্ষণের দায়ে সাড়ে ৪ বছর কারাদণ্ড দানি আলভেসের

নৈশভোজে এক নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেস। সে কারণে তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের আদালত।

রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন আলভেস। তার আইনজীবী অবশ্য বেকসুর খালাস চেয়েছিলেন।

ঘটনাটি ঘটেছে গত ৩০ ডিসেম্বর রাতে বার্সেলোনার সাটন নাইট ক্লাবে। সেদিন সেই নারীর সম্মতি ছাড়াই তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন আলভেস। পরে অবশ্য এই ব্রাজিলিয়ান ফুটবলার এক বিবৃতির মাধ্যমে সেই অভিযোগ অস্বীকার করেন । তিনি বলেছিলেন, ‘আমি সেদিন নাচছিলাম এবং কারও ক্ষতি না করে ভালো সময় কাটাচ্ছিলাম। আমি ওই নারীকে চিনি না। একজন নারীর সঙ্গে আমি কীভাবে এমনটা করতে পারি?’ কিন্তু কিছুদিন না যেতে নিজের বয়ান পাল্টে ফেলে সাবেক বার্সা ডিফেন্ডার জানান, নারীর সম্মতি নিয়েই শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ

রোনালদোর গোলে কোয়ার্টার ফাইনালে আল-নাসর
জয়ে শুরু মেসির ইন্টার মায়ামির

যদিও আলভেস নিজেকে নির্দোষ দাবি করে পুলিশের হাত থেকে বাঁচতে পারেননি। গত বছরের ২০ জানুয়ারি তাকে গ্রেপ্তার করে স্প্যানিশ পুলিশ। এরপর থেকে ব্রায়ান্স পেনিটেনশিয়ারি সেন্টার টু-তে এক বছরের বেশি সময় ধরে ছিলেন। গত ৭ ফেব্রুয়ারি বিচারকার্য শেষ করার ১৫ দিন পরই রায় ঘোষণা করেন বিচারক।

রায়ে আলভেসকে কারাদণ্ডের পাশাপাশি দেড় লাখ ইউরো জরিমানা করা হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে