শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন

যাযাদি ডেস্ক
  ২৭ মে ২০২৪, ১০:৪৯
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর জন্য বাংলাদেশের জার্সি কেমন হবে তা নিয়ে অনেকেই কৌতূহল ছিল। অবশেষে উন্মোচন করা হয়েছে ।

রোববার (২৬ মে) বিসিসি তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি গ্রæপ ছবি পোস্ট করে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি প্রকাশ করে। ছবিতে ছিলেন বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকা সকল ক্রিকেটাররাই।

বাংলাদেশের জার্সিতে স্বাভাবিকভাবেই সবুজের প্রাধান্য থাকে। এবারের বিশ্বকাপ জার্সিতেও তার ব্যতিক্রম ঘটেনি। তার পাশাপাশি দুই হাতের অংশে লাল রং রয়েছে। গলার দুই পাশে হালকা হলুদ রঙের ছটাও রয়েছে।

আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে। ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে ৭ জুন থেকে। যুক্তরাষ্ট্রের ডালাসে শান্তর দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রæপপর্ব শেষ করবে বাংলাদেশ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে