প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে যুক্তরাষ্ট্র সফরে ১০ ফুটবলারকে পাচ্ছে না বার্সেলোনা। তাদের মধ্যে আছেন হালের সেনসেশন লামিনে ইয়ামালও। ইয়ামালের এই সফরে না থাকা বোধগম্যই। ১৬ বছর বয়সে গত মৌসুমে ৩৮টি ম্যাচ খেলেছেন তিনি বার্সেলোনার হয়ে। জাতীয় দলের হয়েও খেলেছেন ১৪ ম্যাচ।
এবারের ইউরোতে দুর্দান্ত খেলে নজর কেড়েছেন ফুটবল বিশ্বের। ব্যস্ত মৌসুম শেষে আপাতত ছুটি দেওয়া হয়েছে তাকে। ছুটি পেয়েছেন আরেক তরুণ ফরোয়ার্ড ফেররান তরেসও।
চোটের কারণে এই সফর থেকে ছিটকে পড়েছেন রোনালদ আরাউহো, গাভি, পেদ্রি, ফ্রেঙ্কি ডি ইয়ং ও আনসু ফাতি। আগামী অক্টোবরের আগে গাভির মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। আরাউহোকে বাইরে থাকতে হবে গোটা বছরই। ডি ইয়ং ফিরতে পারবে হয়তা শিগগিরই। ফাতি ও পেদ্রিও কয়েক সপ্তাহের মধ্যে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও এই সফরে থাকছেন না পাউ কুবার্সি, ফের্মিন লোপেস ও এরিক গার্সিয়া। স্পেনের হয়ে এখন অলিম্পিক ফুটবলে খেলছেন তারা তিনজনই।
সবমিলিয়ে ওই ১০ জনকে ছাড়াই ৩১ জনের দল নিয়ে রোববার যুক্তরাষ্ট্রের পথে উড়াল দিয়েছেন নতুন কোচ হান্সি ফ্লিক। রাফিনিয়া ও ইলকাই গিন্দোয়ান দলের সঙ্গে যোগ দেবেন আলাদা করে। ১০ জন না থাকায় বার্সেলোনার যুব দলের বেশ কজন সম্ভাবনাময় তরুণকে এই সফরে নিয়ে গেছেন কোচ ফ্লিক।
এই সফরে মঙ্গলবার ওরল্যান্ডোতে ম্যানচেস্টার সিটির সঙ্গে খেলবে বার্সেলোনা। আগামী শনিবার নিউ জার্সিতে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদ। ৬ অগাস্ট বাল্টিমোরে তারা খেলবে এসি মিলানের বিপক্ষে।
আগামী ১৭ অগাস্ট ভালেন্সিয়ার মাঠে ম্যাচ দিয়ে শুরু হবে বার্সেলোনার নতুন মৌসুমের লা লিগ অভিযান।
যাযাদি/ এসএম