বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে সংঘাত, পিসিএলে থাকা নাহিদ-রিশাদকে নিয়ে যা বলছে বিসিবি

যাযাদি ডেস্ক
  ০৭ মে ২০২৫, ১২:০৪
পাকিস্তানে সংঘাত, পিসিএলে থাকা নাহিদ-রিশাদকে নিয়ে যা বলছে বিসিবি
ফাইল ছবি

মধ্যরাতেই আচমকা পাকিস্তানে হামলা চালিয়েছে । দুই দেশের মধ্যে বিগত কয়েক সপ্তাহের চলমান উত্তেজনার একপর্যায়ে গতকাল মধ্যরাতে পাকিস্তানের ৯ জায়গায় হামলা চালিয়েছে ভারত।

‘অপারেশন সিঁদুর’ নামে এই অভিযান পরিচালনা করছে দেশটি। বিপরীতে জবাব দিয়েছে পাকিস্তানও। তাদের প্রতি আঘাতে এখন পর্যন্ত ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

দুইদেশের চলমান এই সংঘাতের মাঝে আছে অন্য এক দুশ্চিন্তার দিকও। ভারতে যেমন চলছে আইপিএল আর পাকিস্তানে চলছে পিএসএল।

দুই দেশেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত আছেন বিশ্বের নানা দেশের ক্রিকেটাররা।

এরমাঝে পাকিস্তানে আছেন বাংলাদেশের দুই তারকা নাহিদ রানা এবং রিশাদ হোসেন।

পিএসএলে নাহিদ খেলছেন পেশোয়ারে আর রিশাদ ব্যস্ত লাহোরের হয়ে। এখন পর্যন্ত টুর্নামেন্টে বাকি আছে বেশ কিছু ম্যাচ।

চলমান এই সংঘাতের মাঝে এই দুই ক্রিকেটারকে কি দেশে ফিরিয়ে আনা হবে কি না সেটাই জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের কাছে।

বিসিবির পরিচালক জানান, পাকিস্তানে অবস্থানরত দুই পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি। তবে পরিস্থিতি খারাপ হলে অবশ্যই রিশাদ এবং নাহিদকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

উল্লেখ্য, পিএসএলে এখন পর্যন্ত লিগ পর্বে নাহিদের দলের বাকি আছে ২ ম্যাচ। আর রিশাদের দলের বাকি আছে ১ ম্যাচ। প্লে-অফ এবং ফাইনাল খেলা সাপেক্ষে তাদেরকে পাকিস্তানে থাকতে হতে পারে মে মাসের ১৮ তারিখ পর্যন্ত। তবে চলমান সংঘাতময় পরিস্থিতি বজায় থাকলে ততদিন হয়ত নাও দেখা যেতে পারে দুই বাংলাদেশি ক্রিকেটারকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে