ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশের জন্য বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেয়ায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফুঁসে উঠছে উগ্র ভারতীয় সমর্থকরা।
দিচ্ছেন ক্যাপিটালসকে বয়কটের হুমকি। যদিও সমালোচনায় কান না দিয়ে দল গোছাতে ব্যস্ত সব ফ্র্যাঞ্চাইজি। চাহিদার শীর্ষে পেসাররা।
তবে বেশিরভাগ তারকা ক্রিকেটারের ভারতে না ফেরার সিদ্ধান্ত তাদের বিকল্প হিসেবে চাহিদা বাড়ছে আনকোড়াদের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশের জন্য বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেয়ায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফুঁসে উঠছে উগ্র ভারতীয় সমর্থকরা।
দিচ্ছেন ক্যাপিটালসকে বয়কটের হুমকি। যদিও সমালোচনায় কান না দিয়ে দল গোছাতে ব্যস্ত সব ফ্র্যাঞ্চাইজি। চাহিদার শীর্ষে পেসাররা। তবে বেশিরভাগ তারকা ক্রিকেটারের ভারতে না ফেরার সিদ্ধান্ত তাদের বিকল্প হিসেবে চাহিদা বাড়ছে আনকোড়াদের।
ক্রিকেট বিশ্বে বাংলাদেশ ভারত বৈরিতা নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে দু’দেশের ভূ-রাজনীতি যা আরও উসকে দিয়েছে।
আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দিল্লি দলে নেয়ার পর ফ্র্যাঞ্চাইজিটির উপর নাখোস ভারতের উগ্র সমর্থকরা।
কাটার মাস্টারের অন্তর্ভূক্তি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছে ভারতীয় সমর্থকদের একাংশ। দু’দেশের মধ্যে বৈরি সম্পর্কের মধ্যেও কেন বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে নেয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
প্রয়োজনে দিল্লি ক্যাপিটালসকে বয়কটের হুমকিও দিচ্ছেন তারা।
যদিও পরিবর্তিত সূচিতে এসব সমালোচানা নিয়ে ভাবার সময় নেই আইপিএলের। বিদেশি ক্রিকেটার নিয়ে বিপাকে ফ্র্যাঞ্চাইজিগুলো।
বিশেষ করে অস্ট্রেলিয়ান, ইংলিশ ও প্রোটিয়া ক্রিকেটাররা ভারতে ফিরতে না চাওয়ায়, তড়িঘড়ি করে খুঁজতে হচ্ছে তাদের বিকল্প।
প্লে অফের রেসে ভালোভাবে টিকে থাকা গুজরাট টাইটানস হারিয়েছে জস বাটলারকে। ইনফর্ম ইংলিশ ব্যাটারের জায়গায় লঙ্কান কুশল মেন্ডিসকে দলে ভেরাতে চায় সাবেক চ্যাম্পিয়নরা।
মূলত চাহিদার শীর্ষে পেসাররা। অস্ট্রেলিয়ান জস হ্যাজলউডের পরিবর্তে কিউই উইলিয়াম ও রুর্কে কে পেতে আগ্রহী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আলোচনায় আছেন লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কাও। বিশেষ পরিস্থিতিতে ড্রাফটে দল না পাওয়া ভারতীয় ব্যাটার পৃথ্বী শ ও কেরালার সালমান নিজারের দিকেও চোখ রাখছে দলগুলো।
হেভিওয়েট তারকাদের হারানোর মিছিলে চাহিদা বাড়ছে আনকোড়া ক্রিকেটারদের নিয়ে। প্রোটিয়া পেসার ওটিনিয়েল বার্টম্যান, ইংলিশ রিচার্ড ব্লেসনকে পেতেও আগ্রহী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।
তালিকায় আছেন ম্যাথু শর্টও। মাঝ পথে আইপিএলে যোগ দিলেও, এসব ক্রিকেটারদের আগামী মৌসুমে রিটেইন করতে পারবে না দলগুলো।