শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
৩৭তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা

দ্বিতীয় দিনে শীর্ষস্থান ধরে রেখেছে বিকেএসপি

ক্রীড়া ডেস্ক
  ২২ মে ২০২৫, ২০:২০
দ্বিতীয় দিনে শীর্ষস্থান ধরে রেখেছে বিকেএসপি
 মিরপুর সুইমিং কমপ্লেক্সে বৃহস্পতিবার জাতীয় বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতার একটি দৃশ্য

৩৭তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার দ্বিতীয় দিনে একটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে বৃহস্পতিবার (২২ মে) সাঁতারে ২৮ টি ইভেন্ট ও ডাইডিং এর ২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

এর মধ্যে ডাইভিংয়ে একটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। বুধবার (২১ মে) ১০০ মিটার ফ্রি স্টাইলে বিকেএসপির মাইশা আক্তার মিম নতুন জাতীয় রেকর্ড গড়েছিলেন। ২০১২ সালে গড়া আনসারের নাজমা খাতুনের রেকর্ড ভাঙেন তিনি।

1

বৃহস্পতিবার (২২ মে) ডাইভিংয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বিকেএসপির মেহেদী হাসান। ১ মি: স্প্রিং বোর্ড ডাইভিংয়ে ৩০০ দশমিক ৬ পয়েন্ট স্কোর করে রেকর্ড গড়েন মেহেদী। ২৭২ দশমিক ৬ পয়েন্ট স্কোর করে রৌপ্য জিতেছেন বিকেএসপির তারিন।

আর পদক তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে বিকেএসপি। অন্যদের চেয়ে ধরা ছোয়ার বাইরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। প্রতিযোগিতার দ্বিতীয় দিন শেষে বিকেএসপি ৩৪ টি স্বর্ণ, ৩৫টি রৌপ্য ও ১৪ টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকায় শীর্ষে রয়েছে। শিলাইদাহ সুইমিং ক্লাব ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক পেয়ে দ্বিতীয় স্থানে এবং বগুড়া সুইমিং ক্লাব ২টি স্বর্ণ, ১ টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে