শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপির নেতাদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি চলছে: ফতুল্লা থানা বিএনপির সভাপতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ২১:৪২
বিএনপির নেতাদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি চলছে: ফতুল্লা থানা বিএনপির সভাপতি
ছবি : যায়যায়দিন

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেছেন, আমাদের বিএনপির নেতাদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি চলছে। এসব কাঁদা ছোড়াছুড়ি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের এই কাঁদা ছোড়াছুড়িতে আওয়ামী লীগের দোসররা সুযোগ নিয়ে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। দলের বদনাম হবে এমন কোন কাজ আমরা যেন কেউ না করি।

বৃহস্পতিবার (২২ মে) বিকালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বাষিকী উদযাপন উপলক্ষে পাগলা নয়ামাটিস্থ সিসিলি কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগ প্রস্তুতি সভায় টিটু এসব কথা বলেন।

1

তিনি আরো বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপি কোন ছোট খাটো দল নয়। ইচ্ছে করলেই কেউ বিএনপিকে নিয়ে খেলবে তা কখনো সম্ভব না। বিএনপি এমন একটি দল জনগনের অধিকার আদায়ের লক্ষ্যে সব সময় ত্যাগ শিকার করে আসছে। যার কারনে জনগনের পক্ষের শক্তি হিসেবে দেশের মধ্যে একটি দলই রয়েছে সেটা হলো বিএনপি।

শহিদুল ইসলাম টিটু আরো বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দীর্ঘ ১৬ বছর ধরে আন্দোলন করে সৈরাচার হাসিনা সরকারের পতন ঘটিয়েছি। কিন্তু এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। নির্বাচন নিয়ে অন্তবর্তী সরকার নানা ধরনের তালবাহানা শুরু করছে। সৈরাচার হাসিনা সরকারের পতনের পর আমাদের দলের অভিভাবক ভবিষ্যত রাষ্ট্র নায়ক তারেক রহমান আমার বলেছিলেন অন্তবর্তী সরকারকে সাপোর্ট দেয়ার জন্য। আমরাও সব দিক দিয়ে সাপোর্ট দিয়েছিলাম। সৈরাচাররা পালিয়েছে কিন্তু তাদের পেতাত্বারা সরকারের ছায়া তলে থেকে নানা ভাবে ষড়যন্ত্র করে চলছে।

প্রস্তুতি সভায় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু'র সভাপতিত্বে প্রচার সম্পাদক মামুনুর রশীদ মামুনের পরিচালনায় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবর, বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আকবর আলী সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ নজরুল ইসলাম প্রধান, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মো. বাবুল আহমেদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম হিমেল, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, বিএনপি নেতা দুলাল ভূইয়া, শহিদুল ইসলাম নান্নু, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে