শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজীপুরে মাদকের অর্থের জন্য মাকে মারধর, ছেলের ৩ মাসের কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ২১:৪১
গাজীপুরে মাদকের অর্থের জন্য মাকে মারধর, ছেলের ৩ মাসের কারাদণ্ড
ছবি : যায়যায়দিন

গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের অর্থের জন্য মাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে তিন মাসের কারাদণ্ড এবং এক ইয়াবা ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ মে) বিকালে পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।

1

দণ্ডপ্রাপ্তরা হলেন—দক্ষিণ ভাদার্ত্তী এলাকার মৃত মানিক মিয়ার ছেলে মাদকাসক্ত মো. পলাশ (২৫) এবং বড়নগর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে ইয়াবা ব্যবসায়ী মো. কাইয়ুম (৪৫)।

পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদক সেবনের অর্থের জন্য মাকে মারধর এবং বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করায় অতিষ্ঠ হয়ে পলাশের মা বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ দেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে। অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে বড়নগর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী কাইয়ুমকে আটক করে পুলিশ। পরে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী পলাশকে তিন মাসের এবং কাইয়ুমকে এক মাসের কারাদণ্ড ও উভয়কে ১০০ টাকা করে মোট ২০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, দণ্ডপ্রাপ্তদের শুক্রবার কারাগারে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে