রোববার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

হামজা-ফাহমিদুল-সামিতরা কবে আসছেন জানাল বাফুফে

ক্রীড়া ডেস্ক
  ২৪ মে ২০২৫, ১৯:৪১
আপডেট  : ২৪ মে ২০২৫, ১৯:৪৫
হামজা-ফাহমিদুল-সামিতরা কবে আসছেন জানাল বাফুফে
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের হয়ে খেলবেন সামিত সোম, হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলাম

আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে বাংলাদেশে আসছেন প্রবাসী ফুটবলাররা। হামজা চৌধুরী আগামী ২ জুন ঢাকায় পা রাখবেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৩০ মে দেশে আসছেন ফাহমিদুল ইসলাম। এরপর ৩ জুন দেশে আসবেন কানাডিয়ান বংশোদ্ভূত ফুটবলার সামিত সোম।

1
বাংলাদেশজাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান গণমাধ্যমকে বলেন, হামজার তো অনেক ব্যস্ততা আছে সেখানে। সেগুলো শেষ করতে পারলে ফ্লাইটের সূচি অনুযায়ী ২ জুন সে ঢাকায় পৌঁছাবে। আমরা চাচ্ছি কোনোভাবে যদি তাকে আগে আনা যায়।

সাসমিত সোমের ক্লাবের ম্যাচ রয়েছে ৩১ মে। আর হামজার শেষ ম্যাচ ২৪ মে। তাই বাংলাদেশের ক্যাম্পের শুরু থেকে তাদের পাওয়া কঠিন বলেও জানান আমের খান। ৩০ মে থেকে শুরু হওয়া ক্যাম্পে অবশ্যই থাকবেন ফাহমিদুল ইসলাম। তিনি স্প্যানিশ কোচের অধীনে প্রথম দিন থেকেই অনুশীলনে অংশ নেবেন।

আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা ও সামিতের অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) শেষ হওয়া এবং ব্যক্তিগত ব্যস্ততার জন্য এই দুই ফুটবলারকে ম্যাচটিতে বিশ্রামে রাখা হতে পারে।

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর সেই ম্যাচকে ঘিরেই মূল দল গঠনের পরিকল্পনা চলছে। বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার জানান, কোচ কয়েকটা ম্যাচ দেখবেন। এরপর উনার যে পরিকল্পনা আছে, যে দলটা আছে, ওইটা নিয়ে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে আলাপ-আলোচনা করে চূড়ান্ত দল সাজাবেন ফুটবল দলের প্রধান কোচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে