রোববার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

নভেম্বরে মেয়েদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ 

ক্রীড়া ডেস্ক
  ২৪ মে ২০২৫, ২১:৩১
নভেম্বরে মেয়েদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ 
 নেপালে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেসের সভা

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেসে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। মাঠের খেলার হিসাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে, আগামী নভেম্বরে নেপালে হবে মেয়েদের ক্লাব চ্যাম্পিয়নশিপ। এ ছাড়া নেপালে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেসে সভাপতি পদে টানা দুইবারের বেশি নির্বাচিত হওয়ার বাঁধা তুলে দেওয়া হয়েছে।

এ বছর বেশ কয়েকটি টুর্নামেন্টের আয়োজক দেশ চূড়ান্ত করা হয়েছে কংগ্রেসে। সাফের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, মেয়েদের অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ সেপ্টেম্বরে ভুটানে, ছেলেদের অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

1

সদস্য দেশগুলোর ক্লাবগুলো নিয়ে প্রথমবারের মতো সাফ উইমেন’স ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের সূচি ও অংশ নিতে যাওয়া ক্লাবগুলোর সংখ্যা চূড়ান্ত হয়নি এখনও। তবে সাফ কর্তৃপক্ষ টুর্নামেন্টের আয়োজক হিসেবে চূড়ান্ত করেছে নেপালকে, আগামী নভেম্বরে মাঠে গড়াবে আসরটি।

সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, সভাপতি পদে টানা দুইবারের বেশি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা ছিল, তা তুলে দেওয়া হয়েছে। সর্বসম্মতিক্রমে গঠণতন্ত্র সংশোধন করে সে বাধা তুলে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল।

কাজী সালাউদ্দিন টানা দুই মেয়াদে সাফের সভাপতির দায়িত্ব পালন করছেন। অবশ্য এবারের কংগ্রেসে তিনি উপস্থিত ছিলেন না। ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন। গঠনতন্ত্র সংশোধনের ফলে টানা তৃতীয়বার সভাপতি হওয়ার সম্ভাবনাও টিকে গেল সালাউদ্দিনের।

নির্বাহী কমিটিতে প্রথমবারের মতো নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভূটানের জিমবিরি। এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফস ‘র সদস্য হিসেবে সাফের নির্বাহী কমিটিতে পর্যবেক্ষক হিসেবে থাকছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে