বিকেএসপির শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে আজ শনিবার (২৪ মে) শেষ হয়েছে ৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা। বয়সভিত্তিক সাঁতারে এবারের আসরে আলো ছড়িয়ে ছেলেদের বিভাগে সেরার পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মনির খান তন্ময়। মেয়েদের বিভাগে সেরা সাঁতারু হয়েছেন একই প্রতিষ্ঠানের জুই আক্তার।
মিরপুরের সুইমিংপুলে হওয়া এই প্রতিযোগিতা আজ শনিবার (২৪ মে) চতুর্থ ও শেষ দিনের ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়। বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ৩৭তম আসরে দলগত বিভাগে সেরা হয়েছে বিকেএসপি; ৭০টি সোনা, ৬২টি রুপা ও ৩২টি ব্রোঞ্জ পদক জিতেছে তারা। কুষ্টিয়ার শিলাইদাহ সুইমিং ক্লাব ৬টি সোনা, ৫টি রুপা ও ৮টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় হয়েছে।
ছেলেদের বিভাগে ৯টি সোনা ও ১টি ব্রোঞ্জ পদক পেয়ে সেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন তন্ময়। এই তরুণ আগের দিন ১০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়েন। সেরা সাঁতারু হওয়ার পর এখন তার লক্ষ্য আগামী দক্ষিণ এশিয়ান গেমসে আলো ছড়ানোর।
তিনি বলেন,‘ এতগুলো সোনার পদক জয়ের জেদ ছিল, সেটা পূরণ হয়েছে। একটা লক্ষ্য নিয়ে পুলে নেমেছিলাম, সেটা পূরণ হয়েছে। এখন আমার লক্ষ্য পরবর্তী এএস গেমস। সেখানে আমরা ২০১৬ সালের পর সোনার পদক জিতিনি, সেটা জিততে চাই।’
আর মেয়েদের বিভাগে বিকেএসপির জুই আক্তার দুটি রেকর্ডসহ ৫টি সোনা জিতে সেরা হয়েছেন। প্রতিযোগিতার শেষ দিনে ২০০ মিটার ইন্ডিভিজ্যুয়াল মিডলেতে ২ মিনিট ৪৮ দশমিক ১ সেকেন্ড টাইমিং করে রেকর্ড গড়েন তিনি। আগের রেকর্ড ছিল বিকেএসপির এ্যানি আক্তারের (২ মিনিট ৫১ সেকেন্ড) গত বছর গড়া। এই তরুণীও পাখির চোখ করেছেন ২০২৬ এসএ গেমসের আসর।
তিনি বলেন,‘ আসলে এই এই অনুভূতি, যে পেয়েছে সে-ই বুঝবে। এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এত সাঁতারুর মধ্যে সেরা হওয়ার আনন্দ অন্যরকম। প্রথমত এবারের এসএ গেমসে খেলতে চাই, সেখানে সাফল্য পেতে চাই।’