জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ ও এশিয়ান কাপের বাছাই সামনে রেখে দল চূড়ান্ত করেছে পিটার জেমস বাটলার। ‘বিদ্রোহ’ অবসানের পর দলের বাইরে থাকা মনিকা চাকমা, মারিয়া মান্দা, রুপনা চাকমাসহ ৯ জনকে স্কোয়াডে ঠাঁই দিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ।
আগামী ৩১ মে ও ৩ জুন জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাই মিয়ানমারে শুরু হবে আগামী ২৯ জুন থেকে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। বাছাইয়ে প্রতিটি গ্রুপের সেরা দল পাবে ২০২৬ এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকেট।
বাছাই সামনে রেখে গত এপ্রিলের শুরু থেকে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বাটলার। মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রীতি ম্যাচে নিজেদের শাণিয়ে নিতে জর্ডানের উদ্দেশে সোমবার রওনা দেবে দল।
এই দলে জায়গা হয়নি গত মার্চে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দলে থাকা ১২ জন। ওই দলের ১১ জন- মেঘলা রানী রায়, কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, হালিমা আক্তার, স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, মোছাম্মাৎ সুলতানা, সুরভি আকন্দ প্রীতি ও নবিরুন খাতুকে দলে রেখেছেন বাটলার।
গত ওমেন্স সাফ জয়ের পর বাটলারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করা ১৮ ফুটবলারের মধ্যে নয় জন ফিরেছেন দলে। তারা হচ্ছেন- রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও সাগরিকা।
পরিচিত মুখের মধ্যে সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, মাতসুশিমা সুমাইয়াদের জায়গা হয়নি দলে। সবশেষ সংযুক্ত আরব আমিরাত সফরে আক্রমণভাগে আস্থা অর্জন করতে না পারা আইরিন খাতুনও হচ্ছেন না দলের সঙ্গী। আমিরাত সফরে নতুন দল নিয়ে সফরে গিয়ে দুই ম্যাচেই ৩-১ গোল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দুই ম্যাচে একটি করে গোল করেছিলেন আফঈদা। ওই সফরে অধিনায়কের দায়িত্বেও ছিলেন এই ডিফেন্ডার।
বাংলাদেশ নারী দল: রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাগরিকা, মেঘলা রানী রায়, কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, হালিমা আক্তার, স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, মোছাম্মাৎ সুলতানা, সুরভি আকন্দ প্রীতি, নবিরুন খাতুন, ফেরদৌসী আক্তার সোনালী, উমহেলা মারমা ও শান্তি মার্দি।