রোববার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ড্রয়ে ঝুলে থাকলো আবাহনী ও বসুন্ধরার চ্যালেঞ্জ লিগের সম্ভাবনা

ক্রীড়া ডেস্ক
  ২৪ মে ২০২৫, ২১:১৩
ড্রয়ে ঝুলে থাকলো আবাহনী ও বসুন্ধরার চ্যালেঞ্জ লিগের সম্ভাবনা
ঢাকার আবাহনী ফুটবল দল-ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতা হয়নি বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের। তাতে চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ মিস করলে আবাহনী ও বসুন্ধরা কিংসের সম্ভাবনা থাকবে। আজ শনিবার (২৪ মে) ভিন্ন মাঠে দুই ম্যাচে দুটি দল ড্র করায় শেষ রাউন্ডে হবে সবকিছুর নিষ্পত্তি।

নিয়ম অনুযায়ী এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পায় লিগ চ্যাম্পিয়নরা। ২৩ বছর পর মোহামেডান লিগ জিতলেও এএফসির ক্লাব লাইসেন্স করতে পারেনি এখনো। এজন্য আবেদন করেছে তারা। কিন্তু সেটি না পেলে লিগে দ্বিতীয় হওয়া দল পাবে চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ। আবাহনী ও বসুন্ধরা কিংস দুই দলেরই আছে এই লাইসেন্স। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকতে পারলে চ্যালেঞ্জ লিগে খেলার ভাগ্য খুলে যাবে।

1

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আবাহনী। এমেকা ওগবাহের ৬৪ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল তারা। ৭৪ মিনিটে রহমতগঞ্জকে সমতায় ফেরান আগের ম্যাচে হ্যাটট্রিক করা স্যামুয়েল বোয়াটেং।

দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসির সঙ্গে ১-১ ড্র করেছে কিংস। ৬৭ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর গোলে এগিয়ে গিয়ে জয়ের আশা জাগিয়েছিল ফর্টিস। ৮০ মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাম পায়ের নিচু শটে কিংসকে সমতায় ফেরান শেখ মোরসালিন। শেষ দিকে পা ওমর জোবের শট ক্রসবারে লেগে আসলে জিততে পারেনি ফর্টিস।

১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কিংস। দুই দলেরই বাকি রয়েছে একটি করে ম্যাচ। শেষ রাউন্ডে হার এড়ালে লিগ টেবিলে দ্বিতীয় হয়ে আবাহনী এই আসর শেষ করবে, তাদের চ্যালেঞ্জ লিগে খেলার সম্ভাবনাও বেঁচে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে