বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

অবসর নিয়ে নতুন বার্তা দিলেন ধোনি

ক্রীড়া ডেস্ক
  ২৬ মে ২০২৫, ১৮:১২
অবসর নিয়ে নতুন বার্তা দিলেন ধোনি
ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে খেলোয়াড় হিসেবে যদি সবচেয়ে বেশি জড়িয়ে থাকে কারো নাম, তিনি নিঃসন্দেহে মহেন্দ্র সিং ধোনি। ক্যাপ্টেন কুল ধোনির অধীনেই পাঁচটি শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। গত কয়েক আসরেই ধরা হচ্ছিল, এটিই বুঝি খেলোয়াড় হিসেবে ধোনির ধোনির সম্ভাব্য শেষ আসর।

ধোনির অবসর নিয়ে আলোচনা-সমালোচনা দিন দিন বাড়ছে। তবু, স্পষ্ট করে অবসরের ব্যাপারে কিছু জানাননি সাবেক এই অধিনায়ক। বরং, তার কথায় রয়েছে ফিরে আসার ইঙ্গিত। চেন্নাইয়ের দেওয়া ফেসবুক পোস্ট এবং ধোনির কথায় অবসরে না যাওয়ার বিষয়টি উঠে আসছে।

1

আইপিএলে রোববার (২৫ মে) রাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামে চেন্নাই। ম্যাচে জয় পেলেও চলতি আসরে সবার চেয়ে নিচে থেকে বিদায় নেয় দলটি। ১৪ ম্যাচে ৪ জয়ে কেবল ৮ পয়েন্ট সংগ্রহ করে, ১০ দলের আসরে ১০ নম্বরে থেকে শেষ করে আইপিএল। ম্যাচের পর ধোনির কাছে জানতে চাওয়া হয় অবসর প্রসঙ্গে। ভেবে দেখার কথা জানান তিনি।

ধোনি বলেন, ‘আমি বলছি না আমার কাজ শেষ। আমি বলছি না আমি ফিরে আসছি। আমার হাতে ৪-৫ মাস সময় আছে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। ঘুরতে যাব, ফিটনেস নিয়ে কাজ করব। তারপর ভেবে দেখব পরের আসরে খেলব কি না। ভুলে গেলে চলবে না, এটি সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট। প্রতি বছর এখানে আগের চেয়ে বেশি শ্রম দিতে হয়। তাই ভেবে চিন্তে অবসরের সিদ্ধান্ত নিব। ’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে