বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ১২:৪৬
রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
ছবি : যায়যায়দিন

রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের ২৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর জেলা শাখা। মঙ্গলবার (২৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা ছাত্রদল সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।

নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মনজুর হোসেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রাতুল হোসেনকে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজ হোসেন, মো. মেহেদী হাসান, মো. শান্ত হোসেন, ইয়াছিন আরাফাত শান্ত, মো. জাহিদুল ইসলাম শিহাব, জিসান মৈশাল, শফিক উল্লাহ রকি, আহসানুল ইসলাম আপন, বি.এম. রাকিব হাসান, গাজী মাহিম, আনজুম আরা এবং নূরজাহান আক্তার। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবায়েরুল ইসলাম।

1

কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন: রেদওয়ান আলম সাইমন, আরমান হোসেন, জিসান আহমেদ শামীম, সিনথিয়া জাহান, নির্জন চন্দ্র দাস, ফারদিস আহমেদ, মো. হাবিবুর রহমান এবং ফরহাদ হোসেন অনিক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব – এ তিনজনের স্বাক্ষরের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ কমিটি ঘোষণার মাধ্যমে কলেজ পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছে জেলা ছাত্রদল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে