‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়।
শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তৌফিক পারভেজ,এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা থানার ওসি (তদন্ত) শাহ্ আলম, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, ডা. আবু তাহের, ডাঃ নূর ইসলাম বাহার সহ প্রমুখ।