উৎসব ভাতা সংস্কারে বৈষম্যের প্রতিবাদে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের এনায়েতপুরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে।
বুধবার (২৮ মে) দুপুরে ১০-১২ টা পর্যন্ত ২ ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে। চৌহালী উপজেলা ও এনায়েতপুর থানাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই শতাধিক তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারী এ কর্মসূচি পালন করেন।
এসময় এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের হিসাবরক্ষক আব্দুল হামিদ জানান, আমাদের বেতন, ভাতা ও স্কেল বৈষম্য নজির বিহীন। পূর্বে বেতন স্কেল গ্রেড-১০ টি ভাগে বিভক্ত ছিল, তা বিগত সরকারের সময় গ্রেড- ২০ টি ভাবে বিভক্ত করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জীবন যাপনের নূণ্যতম নির্বাহ চিন্তা না করে মনগড়া বেতন সিদ্ধান্ত করে।
তিনি আরও জানান, সম্প্রতি উৎসব ভাতা সংস্কারের ক্ষেত্রেও শিক্ষকদের ২৫% এর স্থলে ৫০% করা হয়েছে, কিন্তু কর্মাচারীদের উৎসব ভাতা ৫০% থেকে কোনো পরিবর্তন না করে চরম অবজ্ঞা ও অবহেলা করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে সকল বৈষম্য দুর করে সকলকে ১০০% উৎসব ভাতা প্রদানের দাবী জানাই।