বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় ও স্কয়ার ট্রয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আজ সোমবার (২৬ মে) মাঠে গড়িয়েছে। দেশের শীর্ষ স্থানীয় ৩২ মিডিয়া হাউস এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
আজ সোমবার প্রথম দিনে জয় পেয়েছে বৈশাখী টিভি, দৈনিক যুগান্তর, নিউজ২৪, প্রথম আলো, এটিএন বাংলা, চ্যানেল আই, ঢাকা ট্রিবিউন ও দেশ টিভি। সকালে পল্টন আউটার মাঠে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফিফা গ্রাসরুট সপ্তাহ চলছে। মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ছবি ও ভিডিও ফিফায় পাঠাবে বাফুফে। গ্রাসরুট অর্থ শুধুই তৃণমূল নয়—নন-ট্র্যাডিশনাল ফুটবলও যুক্ত। আমরা ফিফায় এই টুর্নামেন্টের ছবির পাশাপাশি বর্ণনাও (ন্যারেটিভ) পাঠাব,’ বলেন তাবিথ আউয়াল।
মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ছবি ও ভিডিও ফিফায় পাঠাবে বাফুফে। ‘ফিফা গ্রাসরুট সপ্তাহ চলছে। গ্রাসরুট অর্থ শুধুই তৃনমূল নয়, নন ট্র্যাডিশনাল ফুটবলও যুক্ত। আমরা ফিফায় এই টুর্নামেন্টের ছবির পাশাপাশি ন্যারেটিভ পাঠাব’ বলেন তাবিথ আউয়াল।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কুলের ব্র্যান্ড ম্যানেজার আবিদ বিন শহীদ, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম সুমন ও টুর্নামেন্ট কমিটির আহ্ববায়ক উদ্বোধনী মঞ্চে ছিলেন।
দিনের প্রথম খেলায় এসএ টিভিকে ২-০ গোলে হারিয়েছে বৈশাখী টিভি। একই ব্যবধানে দৈনিক যুগান্তর হারায় দৈনিক মানবজমিনকে, চ্যানেল আই ইত্তেফাককে, ঢাকা ট্রিবিউন এটিএন নিউজকে, এটিএন বাংলা রাইজিং বিডিকে হারায়। নিউজ২৪ ১-০ গোলে হারিয়েছে দৈনিক কালবেলাকে।
দিনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে মাছরাঙা টিভি ও প্রথম আলোর মধ্যকার ম্যাচটি। ঐ ম্যাচটি নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিল। টাইব্রেকারে প্রথম আলো ৩-২ গোলে মাছরাঙাকে হারায়। ৭১ টিভি মাঠে না আসায় ওয়াকওভার পায় দেশ টিভি।
যুগান্তরের হয়ে ইমরান ও জ্যোতির্ময় মণ্ডল একটি করে গোল করেন। তবে ম্যাচসেরার পুরস্কার জেতেন মাজহারুল ইসলাম। ম্যাচের একমাত্র জয়সূচক গোল করে জিহাদ নিউজ ২৪ এর হয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন। দুটি শট ঠেকিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন প্রথম আলোর গোলরক্ষক মাহমুদুল হাসান বাপ্পি। বৈশাখী টিভির মশিউর রহমান পার্থ জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন। গোল করে চ্যানেল আইকে জেতানো মিলন পেয়েছেন ম্যাচ সেরার স্বীকৃতি।
ঢাকা ট্রিবিউন ও এটিএন বাংলার হয়ে যথাক্রমে ম্যাচ সেরা হন নাফিউল আজম এবং মুশফিকুর রহমান। ম্যাচ সেরাদের হাতে বিএসজেএ ক্রেস্ট ও কুলের গিফট হ্যাম্পার তুলে দেন বাফুফে নির্বাহী সদস্য সাখওয়াত হোসেন ভুইয়া শাহীন, বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব, বিএসজেএ সদস্য মাকসুদা লিসা, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, প্রথম আলোর হেড অফ অনলাইন শওকত হোসেন মাসুম, প্রথম আলোর ক্রীড়া সম্পাদক ও বিএসজেএ সদস্য তারেক মাহমুদ।