পর্তগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো সবসময় সাফল্য চান। বড় আসরে নিজের শ্রেষ্ঠত্ব বরাবরই দেখিয়ে এসেছেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। তবে, আল-নাসেরে ব্যক্তি রোনালদো ডানা মেললেও উড়তে পারেনি তার ক্লাব। জোরেশোরে শোনা যাচ্ছিল আল-নাসর ছাড়বেন রোনালদো।
এবার ছাড়ার ইঙ্গিত দিলেন রোনালদো। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ মঙ্গলবার (২৭ মে) একটি পোস্টে সিআরসেভেন জানিয়ে দেন, এই অধ্যায় শেষ। আল-নাসেরে জার্সিতে মন খারাপের ছবি দিয়ে বুঝিয়ে দিলেন কোন অধ্যায়ের ইতি টানছেন। রোনালদো লিখেছেন, ‘এই অধ্যায় শেষ। গল্প? এখনও লেখার বাকি আছে। সবার প্রতি কৃতজ্ঞ।’
ক্লাব বিশ্বকাপে খেলতে চান রোনালদো। আল-নাসের জায়গা পায়নি টুর্নামেন্টে। গুঞ্জন আছে, এই টুর্নামেন্টে খেলতে ইন্টার মায়ামিতে যোগ দেবেন তিনি। লিওনেল মেসির সতীর্থ হয়ে মাতাবেন মার্কিন মুলুক। মায়ামির সহ-মালিকানায় থাকা ডেভিড বেকহাম ইতোমধ্যে মেসির সঙ্গে আলাপ করেছেন। মেসিও চান রোনালদো খেলুক তার দলে।
রোনালদোর সৌদি লিগে যোগ দেওয়া ফুটবল বিশ্বে অনেক আলোচনার জন্ম দিয়েছিল। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সৌদি প্রো লিগ ক্লাব আল নাসরে যোগ দেন তিনি। যাদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে এই গ্রীষ্মে।
ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোরা জন্য বিশেষ ট্রান্সফার উইন্ডো চলবে ১ থেকে ১০ জুন। যাতে তারা নিজের পছন্দমতো খেলোয়াড়দের দলে নিতে পারেন। সৌদি ক্লাব আল হিলাল ক্লাব বিশ্বকাপে থাকলেও আল নাসর তাতে নেই।
কিন্তু ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো গত সপ্তাহে ইঙ্গিত দেন, ১৪ জুন শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে রোনালদোর খেলার ব্যাপারে আলোচনা চলছে।
কিছুদিন আগে ব্রাজিলিয়ান ঘরোয়া ক্লাবেও তার যাওয়ার গুঞ্জন উঠে। কিন্তু রোনালদো পরিষ্কার কিছুই বলেননি। শুধু সৌদি প্রো লিগ শেষে সোশ্যাল মিডিয়ায় আল নাসরের জার্সি পরা ছবি দিয়ে রহস্য করে লিখেছেন, ‘এই অধ্যায়ের এখানেই শেষ। আর গল্পটা? এখনও লেখা হচ্ছে। সবার প্রতি কৃতজ্ঞতা।’
গত মাসে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টালের কাছে হেরে বিদায় নেয় আল নাসর। সৌদি প্রো লিগেও হয়েছে তৃতীয়। তবে লিগটির শীর্ষ গোলদাতা ছিলেন রোনালদো। গোল করেছেন ২৪টি। অথচ গত বছর পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বলেছিলেন, তিনি তার ক্যারিয়ার আল নাসরেই শেষ করতে পারেন। রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও ক্লাব ইন্টার মায়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছেন।
সম্প্রতি ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিডকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো বলেছেন,‘ রোনালদোও ক্লাব বিশ্বকাপে কোনো একটি দলের হয়ে খেলতে পারেন। কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। তাইতো ক্লাব বিশ্বাকাপে রোনালদোকে যেকোনো একটি দল নিলে তা অবাক হওয়ার মত বিষয় হবে না, দেখা যাক কি হয়।’