বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
ফরাসি ওপেন

বেলারুশ তারকা আজারেঙ্কার অন্যরকম রেকর্ড

ক্রীড়া ডেস্ক
  ২৭ মে ২০২৫, ২০:২৮
বেলারুশ তারকা আজারেঙ্কার অন্যরকম রেকর্ড
ভিক্টোরিয়া আজারেঙ্কা- ফাইল ছবি

ফরাসি ওপেনের শুরুটা দুর্দান্ত হয়েছে ভিক্টোরিয়া আজারেঙ্কার। বেলজিয়ামের ইয়ানিনা উইকমায়ারের বিপক্ষে একটি গেমও না হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠার পাশাপাশি অনন্য কীর্তি গড়েছেন দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।

বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে আজ মঙ্গলবার (২৭ মে) স্রেফ ৪৮ মিনিটে ৬-০, ৬-০ গেমে জেতেন বেলারুশের ৩৫ বছর বয়সী আজারেঙ্কা। প্রতিপক্ষকে একটি গেমও জিততে না দেওয়ার এমন কীর্তিকে বলা হয় ‘ডাবল ব্যাগেল।’

1

টেনিসের উন্মুক্ত যুগে গ্র্যান্ড স্ল্যামের মূল মঞ্চে ৬-০, ৬-০ তে ম্যাচ জেতা সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় এখন আজারেঙ্কা। এ ছাড়া ভিন্ন তিন দশকে গ্র্যান্ড স্ল্যামে এই নজির গড়া প্রথম নারী খেলোয়াড় তিনি।

ম্যাচে ১৫টি ‘উইনার’ মারা আজারেঙ্কা ৬৬ পয়েন্টের মধ্যে জেতেন ৪৯টি। ২০০০ সাল থেকে গ্র্যান্ড স্ল্যামে আজারেঙ্কার পাঁচটির চেয়ে বেশিবার ৬-০, ৬-০তে ম্যাচ জিতেছেন কেবল মারিয়া শারাপোভা ও কিম ক্লাইস্টার্স, দুজনই ছয়টি করে।

দুবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী আজারেঙ্কা মেজরে ক্যারিয়ারে প্রথম ‘ডাবল ব্যাগেল’ পেয়েছিলেন ফরাসি ওপেনেই, ২০০৮ সালে। এরপর ২০০৯ উইম্বলডনে, ২০১৩ ইউএস ওপেনে ও ২০১৬ অস্ট্রেলিয়ান ওপেনে এই স্বাদ পান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে