শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে হাতাহাতি

যাযাদি ডেস্ক
  ২৮ মে ২০২৫, ১৪:২৩
মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে হাতাহাতি
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ক্রিকেটারদের মধ্যে হাতাহাতি হয়-যাযাদি

খেলার মাঠে উত্তপ্ত বাক্যবিনিময় সচারচরই দেখা যায়। সে হোক পাড়ার ক্রিকেট অথবা আন্তর্জাতিক ক্রিকেট।

তবে আন্তর্জাতিক পর্যায়ে হাতাহাতি-মারামারি খুব একটা দেখা যায় না। এমন ঘটনা ঘটলেও কঠোর শাস্তির মুখে পড়তে হয় অভিযুক্ত ক্রিকেটারকে।

1

তবে, আজ বুধবার (২৮ মে) মিরপুর স্টেডিয়ামে দেখা গেছে এমন দৃশ্য।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হয়েছে গতকাল।

আজ দ্বিতীয় দিনে ম্যাচ চলাকালীন দুই দলের ক্রিকেটারদের মধ্যে হঠাৎ হাতাহাতি শুরু হয়ে যায়।

ঘটনাটি ১০৫তম ওভারের। প্রথম বলে ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা মারেন রিপন। এতেই যেন মেজাজ হারিয়ে ফেলেন দক্ষিণ আফ্রিকার এনটুলি।

দুই ব্যাটার যখন ক্রিজের মাঝে, তখন কিছু একটা বলতে বলতে এগিয়ে আসেন রিপনের দিকে। কাছাকাছি এসে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই আগ বাড়িয়ে ধাক্কা দিতে চান এনটুলি, যা কয়েক দফায় হাত দিয়ে আটকানোর চেষ্টা করেন রিপন।

কিন্তু এনটুলি যে থামার পাত্র নন। উল্টো তিনি রিপনের হেলমেট ধরে টান দেন কয়েকদফায়।

পরিস্থিতি সামলাতে মাঠের দুই আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব এগিয়ে আসেন।

একপর্যায়ে এই দুই ক্রিকেটারকে সড়িয়ে দিতেও সক্ষম হন আম্পায়াররা। তবে তখনও থামেননি এই প্রোটিয়া বোলার। হাত উঁচিয়ে কিছু একটা বলতে থাকেন রিপনকে।

এই ধরনের ঘটনার পর খেলোয়াড়রা সাধারণত স্থির থাকতে পারেন না। তবে রিপন এক্ষেত্রে ঠান্ডা মাথায় এনটুলির পরের বল দারুণভাবে ব্লক করেন।

উল্লেখ্য, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের জন্য এটা সিরিজ নির্ধারণী চার দিনের ম্যাচ।

এর আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুই দলের প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছে।

সেই ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে