রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে মন্থর ওভার রেটের কারণে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে ঋষভ পান্তকে। এবারের মৌসুমে এই নিয়ে তৃতীয়বার মন্থর ওভার রেটের খাঁড়ায় পড়তে হলো লক্ষ্মৌ অধিনায়ককে। এজন্যই জরিমানার পরিমাণ এত বেশি।
ইম্প্যাক্ট প্লেয়ারসহ দলের বাকি ১১ জনের জরিমানা ম্যাচ ফির ৫০ শতাংশ কিংবা ১২ লাখ রুপি করে, পরিমাণে যেটি কম। এবারের মৌসুমে গত ৫ এপ্রিল ও ২৬ এপ্রিলও মন্থর ওভার রেটের কারণে জরিমানা হয়েছিল পান্ত ও গোটা দলের।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের শেষ ম্যাচে সেঞ্চুরি পেয়েও লাভ হয়নি ঋষভ পান্তের। হার হয়েছে সঙ্গী। তার ওপর চলতি আইপিএলে তৃতীয় স্লো ওভার রেটের অপরাধে লক্ষ্মৌ অধিনায়ককে জরিমানা করা হয়েছে।
আগের দুই ঘটনাটি ঘটেছিল ৫ ও ২৬ এপ্রিল। তাই ওভার রেট সংক্রান্ত কোড অব কন্ডাক্ট ভঙ্গের নিয়ম অনুযায়ী তাকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। দলের বাকিদের জরিমানা করা হয়েছে ১২ লাখ বা ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ।