বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। এবার অভিষেকের অপেক্ষায় কদিন আগে সব প্রক্রিয়া সম্পন্ন করা সামিত সোম। এ ছাড়া ইতালি লিগে খেলা ফাহমিদুলও ইতোমধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ শিবিরে।
সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা। ২৬ সদস্যের এই স্কোয়াডে আছেন দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলাম। তাদের পাশাপাশি প্রথমবারের মতো ডাক পেয়েছেন কানাডা প্রবাসী খেলোয়াড় সামিত সোম।
আর এই দুই ম্যাচ সামনে রেখে শুক্রবার থেকে ক্যাম্প শুরু করবেন কাবরেরা। দলে নতুন কোনও চমক নেই। ঘুরে-ফিরে সবাই আগে কাবরেরার দলে খেলেছেন কিংবা সুযোগ পেয়েছেন। স্ট্রাইকার সুমন রেজা শুধু দলে ফিরেছেন।
বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দল: গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক রায়হান কাজী, তপু বর্মন, সাদ উদ্দিন
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মজিবর রহমান জনি, শেখ মুরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সামিত সোম
ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহারিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, সুমন রেজা।