মাস খানেক আগেই ভারতীয় দলের কোচিং প্যানেল থেকে বরখাস্ত করা হয়েছিল টি দিলীপকে। তবে এবার ফের তাকে ফিল্ডিং কোচ হিসাবে নিয়োগ দিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোহিত শর্মার অনুরোধেই নাকি গৌতম গম্ভীর দিলীপকে দলে ফিরিয়েছেন। বোর্ড ইতোমধ্যেই দিলীপকে ফিল্ডিং কোচ হিসাবে পুনর্নিয়োগ করেছে। আপাতত এক বছরের চুক্তি করা হয়েছে। তবে বোর্ডের চাওয়া ছিল বিদেশি ফিল্ডিং কোচ। কিন্তু পছন্দমতো কাউকে পাওয়া যায়নি বলে দিলীপকে ফেরানো হয়েছে।
বিসিসিআইয়ের এক সূত্র এ প্রসঙ্গে বলেছে, ‘আমরা এক বছরের জন্য দিলীপকে নিয়োগ করেছি। তিনি দলের সঙ্গে ইংল্যান্ডে যাবেন।’
রাহুল দ্রাবিড়ের সময়ে ফিল্ডিং কোচ হিসাবে যথেষ্ট গুরুত্ব ছিল দিলীপের। গম্ভীরের সঙ্গে বছরখানেক কাজ করেছেন। মে মাস পর্যন্ত চুক্তি থাকলেও অস্ট্রেলিয়া সিরিজের পরেই তাকে ছাঁটাই করা হয়। অভিষেক নায়ার এবং কিছু সাপোর্ট স্টাফও ছাঁটাই হন।
শোনা গিয়েছিল, রোহিতের পছন্দের কোচ হওয়ার কারণে দিলীপ এবং অভিষেককে চাকরি হারাতে হয়েছে। অভিষেক কেকেআরে ফিরে গেলেও দিলীপ কোথাও যোগ দেননি। এখন শোনা যাচ্ছে, টেস্ট থেকে অবসর নেওয়ার পরে রোহিত নিজে থেকেই বোর্ড এবং গম্ভীরকে অনুরোধ করেছিলেন দিলীপকে ফিরিয়ে আনার জন্য। বোর্ডের কর্তাদের সঙ্গে গম্ভীরের আলোচনার পর দিলীপকে ফেরানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।